হরিণাকুন্ডুতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু সহ সাংবাদিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের ও প্রতাহারের দাবিতে উপজেলা দোয়েল চত্তর মোড়ে প্রেসক্লাবের উদ্দ্যোগে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ প্রচুর সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাব সহ সভাপতি মাহবুব মুরশেদ শাহিন, মোস্তাক আহম্মেদ, শাহানুর আলম, এম. শহিদুল ইসলাম টুকু, সোহরব হোসেন, আতিয়ার রহমান, স্বাধীন আলী, এস.এম শিহাব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা গত ২৩ মে প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাংবাদিক বিপ্লব হোসেন, মোশারেফ হোসেন ও ইকরাম হোসেনের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবী জানান।

এমএম/

Comments