সেলাই প্রশিক্ষণের মাধ্যমে জেলে পরিবারের কর্মসংস্থান

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

মোঃ রবিউর অালম, চাঁদপুর: মতলব দক্ষিণে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মৎস্য প্রকল্পের বিকল্প কর্মসংস্থান এর উপকরণ সেলাই মেশিন গ্রহণ করে উপকৃত হচ্ছে মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামের মৎস্যজীবি জামাল উদ্দিনের পরিবার। তাঁরা নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।

সেলাইমেশিন গ্রহণ করে মতলব দক্ষিণ উপজেলার মৎস্যজীবি পরিবারগুলো সাবলম্বী হচ্ছে। আজ ২৭ সেপ্টেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এ কর্মসূচীর মনিটরিং করছেন। পাশে রয়েছেন ন্যাশনাল সার্ভিসের ইভানা আক্তার। এ বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে জেলে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

মৎস্যজীবি জামাল উদ্দিন, আজাদ প্রধান, জামাল হোসেন ও শওকত আলী জানান, এ বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমরা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছি। আমাদের মেয়েরা এ প্রশিক্ষণের মাধ্যমে সেলাই কাজ করে সাবলম্বী হচ্ছে। আমাদেরকে নিয়মিত উপজেলা মৎস্য অফিস থেকে আমাদের খোঁজ খবর নিচ্ছেন।

/এমএম

Comments