সমাবেশের অনুমতি দেয়া, না দেয়ার দায়িত্ব ডিএমপি কমিশনারের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

স্টাফ রিপোর্টার: বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া, না দেয়ার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি)। অনুমতি দিলে নিরাপত্তা সমস্যা না থাকলে পুলিশ কমিশনার প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ করার অনুমতি প্রসঙ্গে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। বিভিন্ন সময় সমাবেশের অনুমতি না পাওয়ায় অভিযোগ নিয়ে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে গিয়েছিলো বিএনপির শীর্ষ নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বিএনপির শীর্ষ নেতারা আগামী ২৯ মার্চ সমবেশ করার অনুমতি পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।

পরে বিএনপি নেতাদের সাথে বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

/আরএ

Comments