সংশোধিত গঠনতন্ত্রে আদালতের নিষেধাজ্ঞা; নেতৃত্বে থাকছে না খালেদা-তারেক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮ একুশ ডেস্ক: বিএনপির নেতৃত্বে থাকতে পারছেন না খালেদা জিয়া বা তারেক রহমান। দলীয় গঠনতন্ত্র সংক্রান্ত আদালতের এক আদেশের ফলে নেতৃত্ব সংকটে পড়ছে দলটি। আজ বুধবার বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ফলে দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় দলীয় প্রধান বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্র অনুযায়ী আর দলের শীর্ষ পদে থাকতে পরছেন না। মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তির রিটের প্রেক্ষিতে আদালত এই রায় প্রদান করেন। হাইকোর্ট রিটকারীর আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে বলা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় বলা ছিলো, দুর্নীতির দায়ে দণ্ডিত কেউ দলের নির্বাহী পদে থাকতে পারবেন না। পরে এই ধারা সংশোধন করে গঠনতন্ত্র জমা দেয় ইসিতে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে আদালতের নির্দেশ; নেতৃত্বে থাকছে না খালেদা-তারেকসংশোধিত গঠনতন্ত্রে আদালতের নিষেধাজ্ঞা; নেতৃত্বে থাকছে না খালেদা-তারেক