শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকীতে রামপালে আলোচনা সভা ও দোয়া নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামাল এর ৭০ তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রামপাল অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন মন্তব্য করে বলেন, রাজনীতি করতে হলে ইতিহাসকে জানতে হবে। শেখ কামাল ছিলেন তারুন্যের প্রতীক। ঘাতকেরা দেশ থেকে জাতির জনকের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিলো । তাই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি গভীর শোক প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ধসঢ়;ফর হোসেন,ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ আলী ,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ সাদী সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। Comments SHARES সারাদেশ বিষয়: