শুরু হলো বিজয়ের মাস নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮ শাহনূর শাহীন শুরু হলো মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা অর্জিত হয়। ঐতিহাসিক ৭ মার্চের পর থেকেই তৎকালীণ পূর্ব বাংলায় স্বাধীনতা হাওয়া বইতে শুরু করে। ২৫ মার্চের কালো রাত্রে হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইটের পর স্বাধীন বাংলাদেশ অনিবার্য হয়ে পড়ে। ওই কলোরাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানিরা। গ্রেফতারের আগে স্বাধীন বাংলাদেশের বার্তা দিয়ে যান বঙ্গবন্ধু মুজিব। এরপর ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করলে শুরু হয় তুমুল যুদ্ধ। শুরু হয় বাঙালির মুক্তির লড়াই। দীর্ঘ ৯ মাস যুদ্ধে করে ২ কোটি মা-বোনের ইজ্জত এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ডিসেম্বরের ১৬ তারিখ জন্মলাভ করে স্বাধীন বাংলাদেশের। আজ সেই বিজয়ের মাসের প্রথম দিন। বিজয়ের মাসে বিজয়ের বার্তা ছড়িয়ে পড়ুক লাল-সবুজের সমারোহে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: মহান বিজয় দিবসমহান বিজয়ের মাসশাহনূর শাহীনশুরু হলো বিজয়ের মাস