শিক্ষার্থীদের মাঝে ‘কমলনগর ফাউন্ডেশন’র শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

কমলনগর, (লক্ষীপুর) প্রতিনিধি: কোমলমতি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে  শিক্ষা উপকরন বিতরন করেছে সামাজিক সংগঠন ‘কমলনগর ফাউন্ডেশন।

আজ রোববার সকাল ১০ টায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মাওলানা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমলনগর উপজেলার তরুন সমাজ সেবক, সাংবাদিক, মানবাধিকার নেতা আরিফুল ইসলাম (এ আই তারেক) সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ নোমান ছিদ্দীকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হারুনুর রশিদ ।

বিশেষ অতিথি কমলনগর ফাউন্ডেশম’র উপদেষ্টা ও কমলনগর রিপোটার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব,উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি ছাকায়েত উল্ল্য,প্রধান শিক্ষক মাকছুদুর রহমান, চর ফলকন ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্র কর্মকর্তা মনির হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন,শাহাদাত হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাংগঠনিক সম্পাদক বাকিবুল হাসান,অর্থ সম্পাদক কাউসার হোসেন নিশাদ, যুগ্ন সম্পাদক ইউসুফ।আলা উদ্দিন, মো: ফারুক,শিক্ষক জাহাঙ্গীর আলম সহ সংঘঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরাও শিক্ষার্থী বৃন্দ।

এদিকে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্দু এ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের মাঝেও এই শিক্ষা উপকরন বিতরণ করা হয়। দুপুর ১.৩০ টা সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমলনগর উপজেলার তরুন সমাজ সেবক, সাংবাদিক,মানবাধিকার নেতা আরিফুল ইসলাম (এ আই তারেক) সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ নোমান ছিদ্দিকী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের ।

বিশেষ অতিথি ,উক্ত বিদ্যালয় সিনিয়ন শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু.মোসলেহ উদ্দিন,আব্দুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, অর্থ সম্পাদক কাউসার হোসেন নিশাদ, যুগ্ন সম্পাদক ইউসুফ। উপস্থিত ছিলেন মো: ফারুক,শিক্ষক বৃন্দ সহ সংঘঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরাও শিক্ষার্থী বৃন্দ।

অতিথিরা বক্তব্যে বলেন, ইতোপূর্বে এলাকায় এ ধরনের কোন অনুষ্ঠান হয়েছে কিনা তা আমাদের জানা নেই। আমাদের কাছে খুবই ভাল লেগেছে কমলনগর উপজেলায় কিছু তরুন সমাজ যেভাবে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রী দের পাশে এসে দাড়িয়েছে সেভাবে যারা এ শিক্ষা উপকরন গ্রহন করবে তারা তাদের এ উদ্দীপনাকে হৃদয়ে জাগ্রত করে আগামী দিনের পথ চলাতে এক ধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানগুলোতে প্রায় একশত শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরন বিতরন করা হয়।

/আরএ

Comments