লক্ষ্মীপুরে মাদক বিরোধী তারণ্য সংলাপ অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুন ১, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর : মাদকমুক্ত সুস্থ জীবন, আলোয় আলোয় ভরবে ভুবন’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে মাদকবিরোধী তারুণ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তরুণদের মাদকবিরোধী প্রশ্নের জবাব দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন। শুক্রবার (৩১ মে) বিকালে শহরের রোজগার্ডেন রেস্টুরেন্টে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’র উদ্যোগে এ আয়োজন করা হয়। ‘সবুজ বাংলাদেশ’র সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল। অনুষ্ঠানে এক তরুণ প্রশ্ন করেন, সম্প্রতি সরকার যে মাদকবিরোধী আইন পাশ করেছে, তা কি বাস্তবায়ন হবে? জবাবে এসপি বলেন, ‘সরকার আইন করে বাস্তবায়ন করার জন্যই। খুব শীঘ্রই আইন বাস্তবায়ন করবে সরকার।’ আরেক তরুণের প্রশ্ন, পুলিশকে মাদক বিক্রেতা ও সেবীদের তথ্য দেওয়া হলে, তথ্যদাতার পরিচয়ন গোপন থাকবে কি না? উত্তরে এসপি বলেন, ‘যেকোনো অপরাধ ও অপরাধীর তথ্য অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। এটাই আইন, আর না জানানো হচ্ছে আইন বহির্ভূত কাজ। এছাড়া আপনার বাড়ির পাশে কে মাদক বিক্রি করছে কিংবা সেবন করছে সেটা পুলিশের চেয়ে আপনিই ভালো জানেন।’ ‘তাই তাদের আইনের আওতায় আনতে আপনি অবশ্যই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পুলিশের পক্ষ থেকে তথ্যদানকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।’ মাদকবিরোধী প্রশ্নোত্তর ও সংলাপ শেষে সবুজ বাংলাদেশের বিভিন্ন শাখার অর্ধশতাধিক সদস্যদের নিয়ে ইফতার মাহফিল করা হয়। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: