লক্ষ্মীপুরে বোরো ধানের বাম্পার ফলন: ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের দুই সপ্তাহের মধ্যেই মাঠে মাঠে লেগে গেছে বোরো ধান কাটা মাড়াইয়ের হিড়িক। দাম ভাল থাকায় কৃষকরা স্বপ্ন দেখছে লাভের। চৈত্রের শেষের দিকে মাঝে মাঝে বৃষ্টিতে সেচ সাশ্রয়সহ উৎপাদন খরচ অনেকটা কমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরুপ ফলন হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। অনুকুল আবহাওয়া ও ধানের দাম ভাল থাকায় চলতি মৌসুমে বোরো আবাদের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে ২৮ হাজার ২ শ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। যা চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ৭৫৯ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে। লক্ষ্মীপুর এখন পর্যন্ত আবাদ হয়েছে ২৮ হাজার ২শ’ হেক্টর। চাষিরা এখনো জমিতে বোরো চারা রোপন করে চলেছেন। গত বছর বোরোর আবাদ হয়েছিল ২৬ হাজার হেক্টর। এ পর্যন্ত লক্ষ্য মাত্রার চেয়ে ২ হাজার ৮শ হেক্টর (প্রায় ৩ হাজার বিঘা) বেশী জমিতে আবাদ হয়েছে। মাঠে বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। পাকা ধানের সোনালী দানাই কৃষকের স্বপ্নপূরণে উকি দিচ্ছে। মাঠে মাঠে ধানের মহুমুহু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। মাঠের পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত বাড়ছে কৃষকের। ধান মাড়াই বাছাই ও সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়ছে কৃষাণীরা। বাড়ি বাড়ি কৃষাণীরা ধান মাড়াই-বাছাইয়ের জন্য উঠান পরিস্কারসহ ধোয়া-মোছায় ব্যস্ত আছেন। মাঠে কৃষক আর উঠানে কৃষাণী বোরো ধান ঘরে তোলার সম্পূরকে এগিয়ে চলেছে। জেলার বেশীরভাগ মাঠের ধান কাটা শুরু করেছে। পুরোপুরি ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে এবারে ধানের দাম ভাল থাকায় মৌসুমের শেষ পর্যন্ত ধান রোপন করেছে চাষিরা। মৌসুমের আগে ও পরেও বোরো চারা রোপন হয়েছে। এবারে এমন হবে এক ক্ষেতের ধান কাটছে, পাশের ক্ষেতে ধান পাকছে । উপজেলায়ও গ্রামের কৃষকরা বলেন আবাদ ভাল হয়েছে। ক্ষেতে ৮০ ভাগ ক্ষেতের ধান পেকেছে। এলাকায় ধান কাটা শুরু হয়েছে। বলেন ধানের ফলনও ভাল হবে। তবে দুশ্চিন্তায় ভূগছে শ্রমিক নিয়ে। তারা সিন্ডিকেট করে মুজুরী বাড়িয়ে দিয়েছে। ভাল ভাবে ধান ঘরে তুলতে পারলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও ভাল হবে এবং চাষিরা লাভবান হবেন। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ধানের দাম ভালো থাকায় এবার বেশি জমিতে বোরো আবাদ করেছে চাষিরা। এখন পর্যন্ত আবাদ ভালো আছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বোরোর উৎপাদনও ভালো হবে বলে আশা করছেন তারা। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার হেক্টরে। এ পর্যন্ত আবাদ হয়েছে ২৮ হাজার ৩শ’ হেক্টরে। গত বছর চেয়ে এ বছর বোরোর আবাদ ভালো হয়েছিল। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: ধানলক্ষ্মীপুরে বোরো ধানের বাম্পার ফলন: ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরালক্ষ্মীপুরের অঞ্চলে বোরো ধান এর বাম্পার ফলন: ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্থ কৃষক।