লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মনর উদ্দিন মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত শাহ আলম জানান, গভীর রাতে ১০/১২ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল দরজা ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে। তাদের হাতে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। বাধা দিতে গেলে তাকে এবং পরিবারের অন্যান্যদের মারধর করে জিম্মি করে রাখে ডাকাতরা। এরপর ঘরে থাকা ৫ ভরি স্বর্ণ এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এক পর্যায়ে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন যাবত চুরি-ডাকাতির মতো জঘন্যতম ঘটনা ঘটে আসছে। ওই রাতে আরো দুই/তিন বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী Comments SHARES সারাদেশ বিষয়: লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ