মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ একুশ নিউজ: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরো অন্তত ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আনছার আলী (৫৩) এবং যুবলীগ কর্মী শুকুর আলী (৩২)। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২