মোহাম্মদপুরের ঘটনায় আটক যুবলীগ নেতার জামিন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় দুই কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার তুহিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামীর পক্ষ থেকে জামিন আবেদন করা হয়।

পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে আদাবর যুবলীগের আহ্বায়ক তুহিনকে গ্রেফতার করে পুলিশ। তুহিন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত।

গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করে আবুল হাসেম হাসুর কাছে পরাজিত হন তিনি।

পুলিশ জানায়, নিহত আরিফের বাবা উমর ফারুক একটি হত্যা মালা দায়ের করেছেন। মামলা নং ৪৯। ফৌজদারি আইনের ৩০৪ ধারায় (বেপরোয়া যান চালনায় মৃত্যু) দায়ের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে মনোনয়ন নিতে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে ওই দুই যুবক নিহত হয়। নিহতরা হলেন, পথচারী সুজন ও আরিফ।

/আরএ

Comments