মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে : কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৮ একুশ নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তাহলে তার অসুস্থতার ধরন অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশেই যদি তার সুচিকিৎসার নিশ্চিত করা যায়, তাহলে দেশেই তার চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করে যে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কারাগারে আছেন। আমরা তো কারাগারে গিয়ে দেখিনি যে তিনি কেমন অসুস্থ। এটা আমরা বলতেও পারব না। এটা চিকিৎসকরা বলতে পারবেন।’ /এমএম Comments SHARES জাতীয় বিষয়: ওবায়দুল কাদেরতাহলে সেই ব্যবস্থাও নেয়া হবেমেডিক্যাল বোর্ড মনে করলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন