মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮ একুশনিউজ২৪: মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৫০০ টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। বুধবার ভোরে সদর উপজেলায় মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে এ ঘটনা ঘটে। আব্দুল মালেক মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর মৃত শওকত আলী ব্যাপারীর ছেলে। র্যাব-১১র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, মাদক বেচা-কেনার খবর পেয়ে র্যাব অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে মালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মালেক আব্দুলের বিরুদ্ধে ১১টি মামলা ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় র্যাবের এএসআই আর্শেদ ও নায়েক লোকনাথ আহত হয়েছেন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত