মিরপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ একুশনিউজ২৪: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ভোরে বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায়, রাতে র্যাব-২–এর সদস্যরা মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় অবস্থায় করছিল। টহল দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: মিরপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত