মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল থেকে এ বিক্ষোব শুরু হয়। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নিতে দেখা গেছে।

বিক্ষোভের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন দেওয়া হয়নি। এ জন্য তারা বিক্ষোভ করছেন। বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া নূর উদ্দিন নামে এক শ্রমিক বলেন, ‘গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় আটকা পড়েছেন অফিসগামী হাজার হাজার মানুষ।

একুশ নিউজ/১৪অক্টোবর/পিএস)

Comments