মিরপুরের বস্তিতে আগুন, তদন্ত কমিটি গঠন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯ ডেস্ক: মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর কমিটির পুরো ফর্মেশন ঠিক করা হবে। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার একথা বলেন। তিনি বলেন, ৭টা ২২ মিনিটে আগুন লাগে। ৭টা ২৮ মিনিট থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নির্বাপণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে। ‘এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য উৎসুক জনতার ভিড় সবচেয়ে বড় বাধা।’ তিনি আরও বলেন, পানি সংকট রয়েছে। গাড়ি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারেনি। ওয়াসা-সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছি। এ/ Comments SHARES জাতীয় বিষয়: তদন্ত কমিটি গঠনমিরপুর