মালবাহী ট্রাক উল্টে নদীতে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮ জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় ইলিশা ফেরি ঘাট এলাকায় ভোলা- মজুচৌধুরীর হাট রুটের ফেরি থেকে মালবাহী ট্রাক নদীতে উল্টে পড়েছে। আজ (৫ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ইলিশা এলাকায় কুস্তরি নামক ফেরি থেকে মুরগীর খাদ্য নিয়ে ট্রাকটি নামার সময় উল্টে নদীতে পরে যায়। ইলিশা ফেরিঘাটের ম্যানেজার ইমরান হোসেন জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা ফেরি কুস্তুরি সকাল সাড়ে ১১ টার দিকে ইলিশা ঘাটে আসে। ফেরিতে করে আসা সব গাড়ি নামার শেষে মুরগীর খাদ্য বোঝায় ট্রাকটি নামার সময় পল্টনের মোড় ভেঙে নদীতে উল্টে পরে। নদী থেকে ট্রাকটি উদ্ধার চেষ্টা চলছে বলেও জানান তিনি। Comments SHARES সারাদেশ বিষয়: