মতলব ‘প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার’ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮

মোঃ রবিউল অালম, চাঁদপুর: সরকারের উন্নয়ন কার্মকান্ড প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলামের সভাপতিত্বে আগামি (৪-৬) অক্টোবর ৩দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ৪র্থ বারের মতো উন্নয়ন মেলার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম,।

জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম প্রমুখ।

/এমএম

Comments