ভৈরবে প্রবাসীর বাড়ির লোকজনকে অজ্ঞান করে ডাকাতি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

মো.আফসার হোসেন তূর্জা, ভৈরব প্রতিনিধি: ভৈরবে প্রবাসীর বাড়ির লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

শহরের ভৈরবপুর উত্তরপাড়ার ইটালী প্রবাসী আব্দুল লতিফ মিয়া বাড়িতে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ভোক্তভোগি পরিবারের গৃহকর্তা আব্দুল লতিফ, স্ত্রী হাসিনা বেগম ও তাঁর মেয়ে আকলিমা বেগম অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বজনরা জনান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন রুম থেকে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে যায় দূষ্কৃতিকারীরা।

ভোক্তভোগি হাসিনা বেগম জানান, প্রতিনিদের ন্যায় আমরা রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পেলেও উঠে দাঁড়ানোর মত শক্তি ছিলো না শরীরে।

নগদ টাকা, আমার এবং মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন সহ ও আলমারিতে রাখা ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় বলেছেন, হাসিনা বেগম।

ভৈরব থানার উপ পরিদর্শক মো: আবুল খায়ের জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থাল পরিদর্শন করে রান্না ঘরের গ্রিল কাটা ও ঘরের মালামাল অগোছালো দেখতে পাই।

ধারণা করছি দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/আরএ

Comments