ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

ভৈরব প্রতিনিধি: ‘আসুন উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্দ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদ গেইটের সামনে আধা ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এম.এ সবুর, রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিহা কায়সার রাত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষিকা তাহমিনা ইসলাম, মফিজুল ইসলাম মাহফুজ, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ, ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ ফুরকান উদ্দিন, ব্যবস্থাপনার বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ আবদুল মোতালেব ও শরীরচর্চা শিক্ষিকা পারভীন আক্তারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক প্রিন্টমিডিয়া সাংবাদিকবৃন্দ

মানববন্ধনে বক্তারা সবাই মিলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

/আরএ

Comments