বিএনপির ভাঙন আবশ্যম্ভাবী, দেখার বিষয় কদিন পর ভাঙে: খাদ্যন্ত্রী কামরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮ স্টাফ রিপোর্টার: বিএনপিতে ভাঙন অবশ্যম্ভাবী। এখন ‘দেখার বিষয়, কদিন পরে সেটা হয়। কতটুকু সময় লাগে বিএনপি ভাঙনের জন্য’ বলেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। আজ সোমবার দুপুরে ভাষাসৈনিক গাজীউল হকের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্ত্রব্য করেন থাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কোনোরকম উদ্দেশ্য নাই আপনাদের দল ভাঙনের। কিন্তু আপনাদের পদক্ষেপগুলেই দল ভাঙনের জন্য যথেষ্ট। খাদ্যমন্ত্রী বলেন, এক দুর্নীতিবাজ জেলে যাওয়ার পর আরেক দুর্নীতিবাঁজ ফেরারি আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আপনাদের দল ভাঙার শেষ পেরেকটা আপনারাই পুঁতে দিয়েছেন। ভাঙন ঠেকিয়ে দল বাঁচাতে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আরএ Comments SHARES জাতীয় বিষয়: এডভোকেট কামরুল ইসলামখাদ্যমন্দ্রী কামরুল ইসলাম