বিএনপিকে কোটা আন্দোলনকারীদের ‘তারুণ্যের ইশতেহার’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮ একুশ নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা তুলে ধরছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। লিখিত এই প্রস্তাবনা দিতে সোমবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যায় কোটা আন্দোলনকারী নেতারা। ১৮ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক ফারুক হাসান। একুশ নিউজের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ফারুক হাসান জানান, ‘তারুণ্যের ইশতেহার’ আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবো। এরই অংশ হিসেবে বিএনপি ও ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে দিয়ে এসেছি। ঐক্যফ্রন্ট কার্যালয়ে গিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করে তাকেও দেবো। এভাবে পর্যায়ক্রমে সব দলকে দেয়া হবে। তিনি বলেন, সত্যিকার অর্থে এদেশের তরুণ, বিশেষ করে লাখ লাখ শিক্ষিত বেকার কী চায়, এই ইশতেহারে সেটিই উল্লেখ করা হয়েছে। আমরা চাই, সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের জন্য আলাদা প্রতিশ্রুতি দিক। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: বিএনপিকে কোটা আন্দোলনকারীদের ‘তারুণ্যের ইশতেহার’