বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭১ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দিতে একবিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেনের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বাংলা একাডেমীর প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, মীর মশররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক এম এ রাজ্জাক, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও স্মৃতি সংসদ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জায়কা প্রতিনিধি মোঃ রাসেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউপি সদস্য মোঃ আবুল হোসেন আলী।

১৭১ তম জন্মবার্ষির্কী উপলক্ষে ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমীর আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানায় প্রোগ্রাম অফিসার।

/আরএ

Comments