বালিয়াকান্দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক ফারজানা তানিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি থানা প্রতিনিধি এসআই অংকুর ভট্টাচার্য, ফিল্ড সুপার ভাইজার কৃষ্ণ পদ সরকার, জেলা শিক্ষক প্রতিনিধি বিধান রায় প্রমূখ বক্তব্যে রাখেন।

বালিয়াকান্দি উপজেলার ১ টি গীতা, ১টি বয়স্ক ও ২৩ টি শিশু কেন্দ্রসহ মোট ২৫ টি কেন্দ্রের শিক্ষা বিষয় নিয়ে সভায় আলোচনা করেন।

এমএম/

Comments