বালিয়াকান্দিতে জাটকা ইলিশ বিক্রির দায়ে মাছ বিক্রেতার জরিমানা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জাটকা ইলিশ বিক্রির দায়ে মাছ বিক্রেতা বাবলু সরদার (৪৭)কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাছ বিক্রেতা বাবলু সরদার বহরপুর ইউনিয়নের ডহর পাঁচুরিয়া গ্রামের মৃতঃ ফজের সরদারের ছেলে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় বহরপুর বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করে।

এসময় পুলিশ মাছ বিক্রেতাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ১৯৫০ এর ৪ ও ৫ ধারায় মাছ বিক্রেতা বাবলু সরদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

পরে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত জাটকা ইলিশ ২ টি এতিম খানায় এতিমদের মাঝে বিতরণ করে।

মাছ বিতরণের সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী (রাজস্ব) রাওফুর মোরসালিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এমএম/

Comments