বালিয়াকান্দিতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যভসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলরার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের একটি মেহগনী বাগান থেকে বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের মৃত শিশির মজুমদারের ছেলে সোনাতন মজুমদার (২৮), একই ইউনিয়ন ও গ্রামের আকমল সিকদারের ছেলে আজাদ সিকদার (৩৫) ও মৃত বিনোদ চন্দ্র দে’র ছেলে বিপুল কুমার দে (৪০)।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এসআই মোঃ রেজাউল করিম, এএসআই সোহেল রানা ও এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স একটি মেহগনী বাগান থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পরে এএসআই সোহেল রানা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।

/আরএ

Comments