বালিয়াকান্দিতে অস্ত্র-গুলি উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ একটি মোটর সাইকেল উদ্ধার করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার সিকদার মার্কেট সংলগ্ন লেদ ব্যবসায়ী মতিন মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, এক রাউন্ড গুলি, বিদেশী চাকু, মোবাইল ফোন, একটি নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে। মতিন মন্ডল কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কয়ারাদি গ্রমের মৃতঃ ছলিম মন্ডলের ছেলে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ হেডকোয়ার্টারস এর জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে এসআই মোঃ রেজাউল করিমের সাথে সঙ্গীয় ফোর্স পাঠাই। বেলা সাড়ে ১১ টার দিকে সোনাপুর বাজার সিকদার মার্কেট সংলগ্ন লেদ ব্যবসায়ী মতিন মন্ডলের বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে ঘরের ভিতরে থাকা বাড়ীর মালিক মতিন মন্ডল (৪৫)সহ অজ্ঞাত নামা দুইজন পালিয়ে। পরবর্তীতে এলাকার লোক জনের সহযোগীতায় পুলিশ বাড়ীর ছাদে উঠে মতিন মন্ডলের ঘরের বেড রুমের খাটের উপর থেকে একটি বিদেশী পিস্তুল (কেলিভার- ৭.৬৫), এক রাউন্ড গুলি, ১টি বিদেশী চাকু, ১টি স্যামসাং মোবাইল ফোন ও একটি নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। ওসি আরো বলেন, মতিন মন্ডলসহ তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এসআই মোঃ রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: