বসানো হলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৮

স্টাফ রিপোর্টার: চতুর্থ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে চতুর্থ স্প্যানটি বসানো হয়। এর আগের তিনটি স্পান বসানোর মধ্যদিয়ে ৪৫০ মিটার দৃশ্যমান হয়।

এর আগে শনিবার সকাল সকাল সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান ‘৭-ই’ নিয়ে যাওয়া হয়। ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুপুর সাড়ে ১২টায় জাজির প্রান্তের ৩৫ নম্বর খুঁটির সামনে রাখা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি বসানো হয়। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর ১১ মার্চ বসে তৃতীয় স্প্যানটি।

/এমএম

Comments