বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে: রিয়াজ উল আলম

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

মোঃ সাইদুজ্জামান সাঈদ, রামু: কক্সবাজারের রামুতে সব ধরণের ডিজিটাল প্রিন্টিং সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে রামু ডিজিটাল প্রিন্টিং প্রেস।

শনিবার রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশের ভিক্টর প্লাজাল নিচ তলায় ডিজিটাল প্রিন্টিং প্রেস এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

বর্তমান শেখ হাসিনা সরকার দেশকে ডিজিটালিয়ানে রূপান্তরিত করতে এবং মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সব ধরণের প্রকল্প হাতে নিয়ে পুরোদমে কাজ করছে উল্লেখ্য করে তিনি, রামুর জনগণকে ভালোভাবে সেবা দেয়ার জন্য রামু ডিজিটাল প্রিন্টিং প্রেস এর সংশ্লিষ্টদেরকে পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর, রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান, জোয়ারিয়ানালা আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দীন শাহান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল, সহ-সভাপতি রুহুল আমিন রকি, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার,  রামু ডিজিটাল প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জোয়ারিয়ানালা মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা হাফেজ আবদুল হক।

/আরএ

Comments