ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ গেলো বিএডিসি কর্মকর্তার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮ একুশনিউজ: রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকার সেন্টার পয়েন্ট কনকর্ডের সামনের ফুট ওভারব্রিজের নিচে দুর্ঘটনায় পড়েন বিএডিসির সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম (৫৪)। সিরাজুলের মেয়ে নুসরাত জেরিন বলেন, অফিসে যাওয়ার জন্য সকাল ৮টার দিকে পূর্ব রাজাবাজারের বাসা থেকে বের হন তার বাবা। পশ্চিম দিকে অপরপ্রান্তের ফার্মগেট পুলিশ বক্সের দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় বিজয় সরণির দিক থেকে আসা শিকড় পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, উনি ফুটওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন বাসটি এসে উনাকে ধাক্কা দেয়। বাসটি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সিরাজুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামে। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় থাকতেন। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ গেলো বিএডিসি কর্মকর্তার