ফটিকছড়ি উপজেলা মহিলা যুবলীগের কর্মীসভা সম্পন্ন

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি: ফটিকছড়িতে মহিলা যবলীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে।

আজ (২৩অক্টোবর) রোজ মঙ্গলবার সদরের একটি রেস্টুরেন্টে উত্তরজেলা মহিলা যুবলীগের আহবায়ক রওশন আরা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রিয় সহ-সভাপতি আশ্রাফুন নেছা পারুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সাংগঠনিক সম্পাদক ঢালী শারমীন।

এতে উপদেশমূলক সৌজন্য বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী (দুদু) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মূহুরী।

প্রধান অতিথির বক্তব্যে আশ্রাফুন নেছা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগি শক্তি হচ্ছে মহিলা যুবলীগ। মূল দলের বিভিন্ন দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মহিলা যুবলীগ। বিগত চার দলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন আন্দোলনে রক্ত ঝরিয়েছে এ সংগঠন। কেন্দ্রিয় এমন কোন নেত্রী ছিলোনা যার নামে নিম্নে আট থেকে দশটি মিথ্যা মামলা হয়নি। তাই আগামির রাজনৈতিক চ্যালেঞ্জ মুকাবিলায়ও বিশেষ অবদান রাখবে মহিলা যুবলীগ।

তিনি কর্মীদেরকে ঘরে ঘরে গিয়ে আওয়ামী সরকারের নারীর ক্ষমতায়ন ও বয়স্ক-বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা তোলে ধরে সদস্য বৃদ্ধির মাধ্যমে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে এড. জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, বিভিন্ন সময় নৌকার উপর ভর করে ভিন্ন আদর্শের ব্যক্তিরা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। ভবিষ্যতে তা আর হতে দেয়া হবেনা। মহিলা যুবলীগের কর্মীরা সক্রিয় হলে আমরা মুজিব সৌনিকের কাছে নৌকা প্রতীক তোলে দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করলে তিনি তা রাখবেন।

উপদেশমূলক বক্তব্যে নাজিম উদ্দীন মমূহুরী বলেন, কমিটির পরিধি বাড়ানো বড় কথা নয়। দায়িত্বে এমন মেয়েদের আনবেন যারা কাজ করার প্রতিজ্ঞা করে। কারণ আগামি নির্বাচনে মহিলা যুবলীগের কর্মীদের নৌকার পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন নুপুর, রাশেদা সাফা, ছাত্রলীগ সাবেক কেন্দ্রিয় সদস্য মাঈনুল করীম সাওকী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহেদুল আলম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, পাইন্দং ইউনিয় সভাপতি মির্জা হাসানুল করিম জিকু, ফটিকছড়ি কলেজ শাখা সাধারণ সম্পাদক শুভ সিকদার, ববি, সাইফুল, আরমান, আজাদ, মুছা, শাহাদাত, মাসুদ, সুজন, ফারুক, করিম, দিদার প্রমুখ।

/আরএ

Comments