প্রধানমন্ত্রী জানিয়েছেন চাকরীতে কোনো কোটা থাকবে না: এসএম জাকির নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮ মারুফ মুনির: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না এর পরিবর্তে শতভাগ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এমনটিই জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আজ সকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে স্টাটাসের মাধ্যমে এ কথা জানান। জাকির হোসাইন তার ফেসবুক পেজে লিখেন, আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের বলেছেন সরকারী চাকরীতে কোনো কোটা থাকবে না। স্টাটসটি হুবহু তুলে ধরা হলো……. বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি। তিনি বলেন ‘ সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এছাড়াও দুপুর ২টা ৪২মিনিটে আরেকটি ফেসবুক স্টাটাসের মাধ্যমে ছাত্রলীগ সেক্রেটারী জানিয়েছেন, আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংসদ টিভিতে কথা বলবেন। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: এস এম জাকির হোসাইনকোটাকোটা পদ্ধতি সংস্কারকোটা বৈষম্যছাত্রলীগপ্রধানমন্ত্রী জানিয়েছেন চাকরীতে কোনো কোটা থাকবে না: এসএম জাকির