প্রধানমন্ত্রীও কোনো ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবেন না: ইসি সচিব

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কিংবা উদ্বোধন করতে পারবেন না প্রধানমন্ত্রী।

বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বিভিন্ন মন্ত্রণালয়কে নতুন করে কোনো প্রকল্পে বরাদ্ধ বা অনুমোদন না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রধানমনন্ত্রীও এখন থেকে েকোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না।

ইসি সচিব জানান, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ উপনেতাসহ অন্যরা নির্বাচনকালীন সময়ে কোনো উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা অনুদান বা সহায়তা দিতে পারেন না।

যদি করে ন তাহলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে। তবে যেসব প্রকল্প আগেই নেওয়া হয়েছে, সেগুলো চালিয়ে নিতে আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি।

ইসি সচিব বলেন, ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেওয়া, ভিজিএফ কার্ড দেওয়া, মানুষকে সহযোগিতা করা- এগুলো যাতে না করা হয়।

/আরএ

Comments