নির্বাচন পেছানোর দাবি জানালেন বি চৌধুরী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮ একুশ ডেস্ক: ঘোষিত তফসিলে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর এক বিবৃতিতে ভোটের দিন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার দাবি জানান বি চৌধুরী। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিবৃতিতে বি চৌধুরী বলেন, তফসিল ঘোষণাকে আমরা গভীর অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করছি। কিন্তু সার্বিক বিবেচনায় মনোনয়নপত্র দাখিলের সময় অত্যন্ত কম মনে হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ ‘কঠিন হবে’ বলে মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: নির্বাচন পেছানোর দাবি জানালেন বি চৌধুরী