নির্বাচন পরিচালনার জন্য ৭০০ কোটি টাকা বাজেট; তফসিল ৩০ অক্টোবরের পর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮ একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনার জন্য ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে ইসি। আজ সোমবার ইসি সচিবালয়ে ইসি সভায় এ বাজেট অনুমোদন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শেষ হয় বিকাল ৫টায়। তফসিল ঘোষণার আগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সভায় ভোটার তালিকা, ভোটকেন্দ্র, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসব কার্যক্রমের পর্যালোচনার পাশাপাশি ৩৬ তম কমিশন সভায় ইসি সচিবালয়কে নির্দেশনা দিয়েছে কমিশন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নির্বাচন নিয়ে পাঁচদফা প্রস্তাব কমিশনের সভায় এজেন্ডাভুক্ত না হওয়ায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন। তবে বাকী কমিশনারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বেশকিছু প্রস্তাবণা অনুমোদন করা হয় সভায়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আরপিও সংশোধনী সংসদে পাস হলে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। আর সেনা মোতায়েন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পর। এছাড়াও তিনি জানা, আগামী ৩০ অক্টোবরের পর যে কোন দিন তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। ইসি সচিব সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সচিব বলেন, ৭০০ কোটি টাকার বাজেট করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় খাতওয়ারি যে বাজেট করেছে তা কমিশন অনুমোদন করেছে। নির্বাচন সামগ্রী কেনাকাটার বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে অনেক সামগ্রী গুদামজাত করা হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে বাকিগুলো সব পেয়ে যাব। হেলাল উদ্দিন জানান, এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রথামবারের মতো প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হচ্ছে। হেলালুদ্দিন আহমদ বলেন, এবছর অনলাইনের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করা হবে। তবে হিজড়া জনগোষ্ঠীর আলাদা ভোটার তালিকা না থাকায় হিজড়াদের জন্য মনোনয়নপত্রে আলাদা কলাম রাখা হবে না। নির্বাচনের তফসিল প্রসঙ্গে ইসি সচিব বলেন, তফসিলের বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি। ৩০ অক্টোবরের আগে আরেকটি সভা হবে সেখানে তফসিল বিষয়ে আলোচনা হবে। ৩০ অক্টোবরের পর যে কোনো সময়ে তফসিল ঘোষণা হতে পারে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: bikashnewsdj bikash songekushey newsekushey news Bangladeshekushey news bdekushey news liveekushey news onlineekushey tv job news presenterekushey tv news archiveekushey tv news presenterekushey tv news todayekushey tv news videoekushnewsনির্বাচন পরিচালনার জন্য ৭০০ কোটি টাকা বাজেট; তফসিল ৩০ অক্টোবরের পর