নিম্নমানের গুড়াদুধের উপর শুল্ক আরোপের দাবিতে দুগ্ধ খামারীদের মানববন্ধন

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

জামালপুর প্রতিনিধিঃ আমদানীকরা নিম্নমানের গুড়াদুধের উপর শুল্ক বৃদ্ধি, এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ, পশু খাদ্যের দাম কমানো, খামারের বিদ্যুৎ বিল কৃষি ভিত্তিক করা ও কমসুদে কৃষি ভিত্তিক ঋণ সহ দশ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

আজ সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুল হক, জামালপুর জেলা শাখার সভাপতি আব্দুল হামিদ ও সদর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তারা বলেন, সরকার তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তাদের খামার বন্ধ করে দেওয়া ছাড়া কোন পথ খোলা থাকবে না।

এমএম/

Comments