নারী লাঞ্ছিত : সেটা আমাদের দলের বিষয় নয়

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটলে সেটা আমাদের দলের বিষয় নয়, তবে সরকারের দায় আছে। বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানেঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে, দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না। ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইভ টিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের অন্য নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। ফলে এই দলের নেতাকর্মীরা নারী লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে যারাই এর সঙ্গে জড়িত থাকুক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করবেন।

উল্লেখ্য, বুধবার আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

#AH

Comments