নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮

একুশনিউজ: জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও নির্বাচনের তফমিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনের ওপর আজই শুনানি হতে পারে বলে জানিয়েছে আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী বলেন, রিট আবেদনে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে রিটে।

/আএর

Comments