নজর গণভবনে, আসবে তিন সিদ্ধান্ত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯ তৃণমূল থেকে কেন্দ্র, আজকে সবার নজর গণভবনে। সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পদক গোলাম রাব্বানীর প্রতি তাদের সাংগঠনিক নেত্রীর মনোভাব প্রকাশ পাবে। কী থাকছে তাদের ভাগ্যে এটিও জানা যাবে। অন্যদিকে, অক্টোবরে শেষ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ। সে অনুযায়ী যথানিয়মে আগামী মাসেই আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা। সেটি কবে হচ্ছে- অক্টোবরেই, না পরে? এটিও এই বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে। আর তৃতীয়টি হলো- গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী ছিল। যাদের বেশিরভাগ পাসও করেছে। তাদের ও তাদের মদতদাতাদের অনেককে শোকজ করা হয়েছে। তাদের বিষয়ে আসলে দলের মনোভাব কী? এ বিষয়টিও আজকের সভায় ক্লিয়ার (স্পষ্ট) হওয়ার কথা। নানা দিক থেকেই ক্ষমতাসীনদের আজকের এই সভাটি বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ এসব ইস্যু এজেন্ডায় থাকায় এটির গুরুত্ব আরও বেড়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, আমাদের কার্য নির্বাহী কমিটির বৈঠকে দলের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত হয়। বিশেষ করে যেহেতেু সম্মেলন আসন্ন। আজকের বৈঠকে নিশ্চয় এ নিয়ে সিদ্ধান্ত হবে। আর সামনে সারাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে দলের শৃঙ্খলা বজায় রেখে নিজেদের জয় নিশ্চিত করতে ‘ঘরের ভেতর ঘর প্রথা’ বিলুপ্ত করতে হবে। দলের কোন্দল নিরসন করতে হবে। তারই অংশ হিসেবে যারা এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলায় নির্বাচন করেছে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যাতে এমনটির পুনরাবৃত্তি না হয়। এসব বিষয় আজকের বৈঠকে নিশ্চয়ই আলোচনা হবে। এর বাইরেও ছাত্রলীগের বিষয়টি ওঠে আসতে পারে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ‘সভায় সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।’ Comments SHARES জাতীয় বিষয়: