ধর্ষন চেষ্টার অভিযোগে হাওলাদারের বিরুদ্ধে মামলা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছেন কুয়াকাটা নিবাসী নাজরিন আক্তার সর্না। মঙ্গলবার ( ১৮জুন) সকালে পটুয়াখালী নারী ও নির্মাযাতন দমন ট্রাইবুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করলেও এখনো কোন আদেশ দেননি। ১০ম জাতীয় সংসদে এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: