প্রশাসন সঠিক দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

স্টাফ রিপোর্টার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের টাউন হল মোড়ে তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

‘প্রশ্নবিদ্ধ’ করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, নির্বাচনে সহিংসতা বা ভোট প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নিরেপক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। 

#এএইচ

Comments