দুই সপ্তাহের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮ একুশ নিউজ : দুই সপ্তাহের মধ্যেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু হবে েএবং প্রতিদিন প্রায় ৩০০ জন করে প্রত্যাবাসন করা হবে। সময়মতো ফিরিয়ে না নিলে মিয়ানমারকে চড়া মূল্য দিতে হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।আজ এক প্রেস ব্রিফিংএ তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ২৩ জানুয়ারি থেকে ফিরিয়ে নেয়ার কথা থাকলেও তা কার্যকর করা যায়নি । তবে এবার মিয়ানমারকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং দুই সপ্তাহের মধ্যেই কার্যকর করতে হবে। এদিকে রোহিঙ্গা এলাকায় বুলডোজার দিয়ে বাড়ি-ঘরগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। নিশ্চিহ্ণ করে দেয়া হয়েছে পুরো এলাকা । তবে এব্যাপারে নেইপিদোর সাফাই গেয়ে বলছেন, রোহিঙ্গাদের জন্য নতুন করে ঘর-বাড়ি মেরামত করার জন্য পুরাতন ঘর-বাড়িগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। তারা ফিরে আসলে তাদের জন্য নতুন করে সরকারিভাবে বাড়ি নির্মান করে দেয়া হবে । উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বঞ্চনা, বৈষম্যের শিকার হলো রোহিঙ্গা জাতি। এবিষয়ে মিয়ানমারকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। Comments SHARES জাতীয় বিষয়: জাতিসঙ্গপররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রত্যাবাসনমিয়ানমাররোহিঙ্গা