তারেকের যাবজ্জীবন, বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

রুম্মান আজিজ, স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত।

অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে আরো ১৯জনকে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।

এর আগে রায়কে ঘিরে  আদালত প্রাঙ্গনসহ আশপাশ এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা। এছাড়াও পুরো রাজধানী জুড়েই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। রায়ের পর নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে নাজিম উদ্দিন রোডের অস্থায়ী আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

এ সময় এ রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাসত করা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে চলমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/আরএ

Comments