তারেকসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

স্টাফ রিপোর্টার: একুশে আগস্ট হ্রেনেড হামলা মামালার রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার বিকেলে রায়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মামলার রায় যথার্থ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায়ের মধ্য দিয়ে জাতি পাপের কালিমালেপন থেকে মুক্ত হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট, বিচার বিভাগ যা মনে করেছেন সেভাবেই রায় দিয়েছেন, এ নিয়ে সরকারের কিছু বলার নেই।

তিনি বলেন, রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াসহ যারা বিদেশে পলাতক রয়েছেন তাদের দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

‘জনগণ তারেক রহমানের ফাঁসি প্রত্যাশা করেছিল’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের গোয়েন্দারা তদন্ত করে প্রমাণ পেয়েছে- গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছে হাওয়া ভবনে। আর তারেক রহমানের নির্দেশে হাওয়া ভবন চলতো। আদালতের রায়ের ব্যাপারে আমার কিছু বলার নেই। রায়ের পর আপিল করার সুযোগ আছে।

উল্লেখ্য, আজ বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

/আরএ

Comments