তফসিল পেছানোর কোনো সুযোগ নেই: সিইসি নূরুল হুদা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ একুশ নিউজ: নির্বাচনের তফসিল পেছানোর কোনো সুযোগ নাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। নূরুল হুদা বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন পেছোনোর সুযোগ না থাকায় তফসিল পেছানো যাবে না। মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার কথা তুলে ধরে সিইসি বলেন, তার বাইরে তো আমরা যেতে পারবো না। তফসিল পেছানোর কোনো উপায় নেই। আমরা তফসিল পেছাব না। অবশ্য সব দল চাইলে সংবিধান নির্ধারিত সময়ের মধ্যে থেকে কমিশন ভোটের সময়সূচি কয়েকদিন পেছানোর কথা ভাবতে পারে বলে জানান নূরুল হুদা। তিনি বলেন, এর মধ্যে যদি সকল রাজনৈতিক দল বলে কয়েকদিন পিছিয়ে দেন- তখন আমরা পিছিয়ে দেব। ডিসেম্বরের শেষভাগে একাদশ জাতীয় নির্বাচন করতে আগামী ৮ নভেম্ব জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করার কথা রয়েছে সিইসির। উল্লেখ্য, চলমান সংলাপ প্রক্রিয়া শেষ না হতে তফসিল ঘোষণা না করতে ইসির প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ নিয়ে গতকালকে ইসি কার্যালয়ে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: তফসিল পেছানোর কোনো সুযোগ নেই: সিইসি নূরুল হুদা