তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত ৪ নভেম্বর: সিইসি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

একুশ ডেস্ক: নির্বাচন কমিশনের বৈঠকে আগামী ৪ নভেম্বর আগামী জাতীয় নির্বাচনের তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান। সিইসি আশা করেছেন, সব দল নির্বাচনে অংশ নেবে।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আগামী ২৭ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রস্তাব দেন সিইসি। তবে রাষ্ট্রপতি ২৭ ডিসেম্বর ভোটগ্রহণের প্রস্তাব নাকচ করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০মিনিটে বঙ্গভবনে পৌঁছান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

/আরএ

 

Comments