ডিএমপিকে সিইসির নির্দেশনা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

একুশ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ সাত পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর ডিএমপির পক্ষ থেকে কেউ কথা না বললেও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার এবং তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ডিএমপি প্রতিনিধি দল।

/আরএ

Comments