ট্রাফিক আইন না মানার প্রবণতায় দুর্ঘটনা আশানুরূপ কমছে না: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

একুশ ডেস্ক: ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন না মানার প্রবণতার ফলে সড়ক দুর্ঘটনা আশানুরূপ কমছে না। তিনি বলেন, সড়কের শৃংখলা ফেরাতে পুলিশের যথেষ্ট আন্তরিকতা আছে। ট্রাফিক ব্যবস্থায় আমাদের সফলতা আছে, তারপরও সড়ক দুর্ঘটনা আশানুরূপ কমছে না কেন।

ডিএমপি কমিশনার আজ শনিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়াসংসদে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসেবে মক স্পিকার ছিলেন। ডিবেট ফর ডেমোক্রেসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনার জন্য চালকের অসতর্কতা, বেপরোয়াভাবে গাড়ি চালানো, অদক্ষতা, পেশাদারিত্বের অভাবের পাশাপাশি পথচারীদের জেব্রাক্রসিং-ফুটওভার, আন্ডারপাস ব্যবহারে অনীহা, আবকাঠামোগত অপর্যাপ্ততা, নাগরিক দায়িত্ববোধের অভাব রয়েছে। নিরাপদ সড়কের জন্যে সবার আইন মানার সংস্কৃতি ধারণ এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারপরও আইন না মানার প্রবণতার ফলে সব চেষ্টা বিফলে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আইন না মানার মানসিকতা।

/আরএ

Comments