ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় পুলিশের গুলিতে শহিদুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

বোরবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম ওই উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মিজানুর রহমান জানান, তারা গোপন সুত্রে খবর পায় মথুরাপুর গ্রামে শহিদুল ইসলাম মাদক নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিল।

এমন খবরে পুলিশের একটি দল মথুরাপুর এলাকায় অবস্থান করে। সে সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পুলিশের উপস্থিতি দেখে তার কোমরে থাকা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে যায়। সে সময় পুলিশ গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আহত সহয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ।

সেসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও সাড়ে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments